প্রেস বিজ্ঞপ্তি
আসসালামুআলাইকুম ,
গত বুধবার রাকিবা সুলতানা (সাথী ) ইস্ট লন্ডনের ইস্টহ্যামে স্বামী ,দুই বছরের এক মাসুম কন্যা সন্তান ও সাত বছরের একটি ছেলে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর দিন থেকে আজ পর্যন্ত ,আপনারা যে যার অবস্থান থেকে উনার পরিবারকে নানা ভাবে সাহায্য ও সহযোগিতায় করেছেন। এজন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । মরহুমার বাচ্চাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। মরহুমার সাত বছরের ছেলের বিশেষ অনুরোধে ও উনার পিতা মাতার ইচ্ছায় মরহুমাকে লন্ডনে দাফন করা হবে । মরহুমার জানাজা ২০/০২/২০২১ শুক্রবার দুপুর ১২ টায় ইস্ট লন্ডন মসজিদ এ অনুষ্ঠিত হবে এবং দুপুর ২ টার সময় মরহুমাকে গার্ডেন অফ পিস (Garden of peace, Hainault) এ সমাহিত করা হবে ইনশাআল্লাহ্। মরহুমার স্বামী জিল্লুর রহমান (মিল্টন )ও সন্তানদের পক্ষ থেকে সকলের নিকট বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি।