বুয়েটের সাবেক ভিপি ব্যারিস্টার তারিক বিন আজিজের করোনা মুক্তির প্রাথর্না

ব্যারিস্টার তারিক বিন আজিজের করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে।
ব্রিটেরের বাঙ্গালী কমিউনিটির প্রচার বিমুখ বিদগ্ধ জ্ঞানীদের একজন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ব্যারিস্টার তারিক বিন আজিজ। বৃটেনের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের মেন্টর হিসাবে ,তার হাতে তৈরী অনেক নেতা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের আন্দলোন সচল রেখে চলেছে।
সম্মিলিত ভাবে tv19, newslife24.com ও ইস্ট বেঙ্গল সোসালিষ্ট পার্টির পক্ষ থেকে ব্যারিস্টার তারিক বিন আজিজের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রেস বিজ্ঞপ্তি