হত্যা মামলার জামিন না দেয়ায় আইনজীবীদের বগুড়া জেলা জজ আদালত বর্জন

স্টাফ রিপোর্ট : হত্যা মামলার আসামির জামিন না দেয়ার জেরে বগুড়া জেলা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। আগামী ১৭ জানুয়ারি থেকে বর্জন কর্মসূচি পালন করবেন তারা।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির এক বৈঠকে আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া বারের সভাপতি শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন বগুড়া বারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পিপি আব্দুল মতিন, অ্যাডভোকেট নরেশ মুখার্জ্জি, আশিকুর রহমান সুজন, জাকির হোসেন নবাবসহ অন্য আইনজীবীরা।
আইনজীবীরা জানান, গত ১১ জানুয়ারি জজ আদালতে হত্যা মামলার আসামিকে জামিন না দেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। পরে মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু জামিন প্রার্থনা করেন। এসময় জেলা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার তা নামঞ্জুর করেন। এনিয়ে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।
বগুড়া আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, সভায় জেলা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত যত দিন না উনি বদলি হবেন তত দিন বলবৎ থাকবে।
More News from গ্রাম বাংলা
-
-
পৌর নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার
-
-
বগুড়ার আলোচিত শাশুড়ির সম্পত্তি জালিয়াতি : ৪ মাস জামিন চাইতে পারবে না আসামি দম্পতি
-
বগুড়ায় জেলা আওয়ামীলীগের সহসভাপতির নেতৃত্বে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম পণ্ড
-
মাদারীপুর পৌর নিৰ্বাচণের পরিবেশ প্রশ্নবিদ্ধ করলো দুই রাজনৈতিক-পুলিশ কর্মকর্তা
-
পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা নির্যাতন : ইউপি চেয়ারম্যান বরখাস্ত
-
-
-