বনানী আগুন: আহত দমকলকর্মী সোহেল রানা মারা গেছেন

বাংলাদেশে রাজধানী ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের দিন যে দমকলকর্মী গুরুতর আহত হয়েছিলেন তিনি মারা গেছেন।
এ নিয়ে বনানীর অগ্নিকাণ্ডে মোট ২৭ জন নিহত হলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন বিবিসিকে জানিয়েছেন, সোহেল রানা নামের ওই দমকল কর্মী বাংলাদেশ সময় গতরাত দুইটার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মি. হোসেন বলছিলেন, “রাত দশটার দিক থেকে তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়।”
তিনি আরও বলেন তার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা জানিয়েছেন, “তার রক্তে ইনফেকশন হয়ে গিয়েছিলো। তার ফুসফুস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় – এই দুটিই মূল কারণ।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনার দিন ব্যাপক পরিমাণে ধোঁয়া সোহেল রানার শরীরে ঢুকে যায়।
“এই কারণেই তার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার হাত ভেঙে গিয়েছিলো এবং তলপেটে গুরুতর আঘাত পান,” জানান মি. হোসেন।
মার্চের ২৮ তারিখ বনানীর কামাল আতাতুর্কে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছিলেন।
BBC
More News from বাংলাদেশ
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক