সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন করা হয়েছে ‘গোয়েন্দা তথ্য ও সরকারি সিদ্ধান্তে’

বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনে দীর্ঘ ২২ বছর পর হঠাৎ করেই ভারী অস্ত্রশস্ত্রসহ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
১৯৯৭ সালের পর এই প্রথম গতকাল রবিবার থেকে বিজিবির একটি প্লাটুন সেখানে অবস্থান নিয়েছে।
টেকনাফে বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিবিসিকে জানিয়েছেন, ‘গোয়েন্দা তথ্য ও সরকারি সিদ্ধান্তের’ কারণে এটি করা হচ্ছে।
… সবকিছু বিবেচনা করে গোয়েন্দা রিপোর্ট, সরকারি রিপোর্ট এবং আমরা নিজেরাও সবাই মিলে ফিল করছি বিজিবি এখানে মোতায়েন দরকার।

সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, টেকনাফ বিজিবি
তিনি বলছেন, “২০১৭ সালে রোহিঙ্গাদের ঢল নামার সাথে সাথে মাদকের একটা রুট, টেকনাফকে কেন্দ্র করে ইয়াবা পাচার বেড়ে গিয়েছে।”
“এই সবকিছু বিবেচনা করে গোয়েন্দা রিপোর্ট, সরকারি রিপোর্ট এবং আমরা নিজেরাও সবাই মিলে ফিল করছি [মনে করেছি] বিজিবি এখানে মোতায়েন দরকার।”
তিনি বলছেন, “বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে একটু দূরে এই দ্বীপটির নিরাপত্তা আমাদের জন্য বড় একটা বিষয়। তাই আমরা নিরাপত্তা বৃদ্ধি করেছি। ভারী অস্ত্রশস্ত্র সহই আমরা সেটা করেছি।”
কী ধরনের ভারী অস্ত্র?
‘ভারী অস্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে – সেটি বলতে চাননি তিনি।
সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, “একটা দেশের নিরাপত্তার প্রশ্ন যখন আসে তখন একটা নিরাপত্তা বাহিনী বা প্যারা-মিলিটারি বাহিনী কী অস্ত্র মোতায়েন করেছে তা কখনোই ডিসক্লোজ করে না।”
নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে?
টেকনাফের এই বিজিবির কর্মকর্তা বলছেন, “নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কিছু ঘটে নি। কিন্তু পার্শ্ববর্তী দেশ কোন চাপ যাতে আমাদের উপর তৈরি করতে না পারে সেই বিষয়টা মাথায় রেখে ফোর্স ডেপলয় [মোতায়েন] করা হয়।”
তাহলে কি মিয়ানমারের তরফ থেকে কোন ধরনের চাপ তৈরি হয়েছে – সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তেমন কিছুই ঘটেনি’।
সেক্ষেত্রে এখন প্রশ্ন উঠছে কেন এতদিন পরে হঠাৎ বিজিবি এখানে অবস্থান নিয়েছে।
বিজিবির এই কর্মকর্তা বলছেন, “মাদকের অন্যতম রুট হিসেবে যেহেতু ঐ এলাকাটা ব্যবহৃত হয়। সেটা বন্ধ করতে হবে।”
“মালয়েশিয়াগামী যে সব রোহিঙ্গা রয়েছে তাদের যাতায়াত রোধ করতে হবে। চোরাচালান রোধ করাও একটা উদ্দেশ্য।”
তিনি জানান, “এই বিষয়গুলো মাথায় রেখেই সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে যে এখানে বিজিবি মোতায়েন হবে।”
স্থানীয়রা কী বলছেন?
সেন্ট মার্টিন দ্বীপের একজন স্থানীয় নির্বাচিত প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা মাস খানেক আগে বিষয়টি সম্পর্কে জেনেছেন।
তিনি জানান, স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
তিনি বলছেন, “স্থানীয়রা কেউ কেউ ভাবছে মিয়ানমারের তরফ থেকে কোন হুমকি তৈরি হল কিনা।”
BBC
স
More News from বাংলাদেশ
-
-
কারাগারে কোনো মৃত্যুর ঘটনায় আইন বাতিলের দাবি আইনহীনতারই নামান্তর : হাছান মাহমুদ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক
-
-
পৌর নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার