নোয়াখালীর চৌমুহনী বাজারে অগ্নিকান্ড, ২২টি দোকান পুড়ে ছাই

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। শনিবার ভোরে মহেষগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মহেষগঞ্জ বাজারে হঠাৎ করে আগুন জ¦লতে দেখে স্থানীয় লোকজন। এসময় স্থানীয়রা লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসলেও আগুন দ্রুত পুরো বাজারে ছড়িয়ে পড়ে। পরে চৌমুহনী, মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে বাজারে থাকা চালের আড়ৎ, মুদি দোকান, ফার্মেসি, হোটেলসহ অন্তত ২২টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মাহবুব এ এলাহি জানান, খবর পেয়ে চৌমুহনী স্টেশনের ২টি, মাইজদী স্টেশনের ৩টি ও সোনাইমুড়ী স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণসহ আমরা প্রায় ৫ঘন্টা কাজ করেছি।
তিনি আরো বলেন, ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবেনা।
Inquilan
More News from বাংলাদেশ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )