‘সংযুক্ত আরব আমিরাতে পরিবারকে নিয়ে যেতে পারবেন প্রবাসীরা’

আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে পারিবারিক ভিসা ব্যবস্থাপনায় নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে দেশটিতে কর্মরত যেকোনো পেশার প্রবাসীরা দেশে থাকা পরিবারকে আমিরাতে নিয়ে আসতে পারবেন। পরিবর্তিত বিধান অনুযায়ী এখন থেকে কোনো প্রবাসী যদি তার পরিবারকে নিয়ে আসতে চান, তাহলে পরিবারের পৃষ্ঠপোষকতার জন্য প্রয়োজনীয় ‘আয়’ মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। তবে কোন নির্দিষ্ট আয় উল্লেখ করা হয়নি। পূর্বের পারিবারিক ভিসার বিধানে পেশা মানদণ্ড ছিল। যার ফলে অনেক শ্রমিকের আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও পেশাগত মানদণ্ডে বাধা ছিল।

রোববার ৩১ মার্চ মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, সংশোধিত বিধান সম্পর্কে জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়েছে ‘এর মাধ্যমে শ্রমিকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং উপযুক্ত কর্মপরিবেশ তৈরি হবে। সংযুক্ত আরব আমিরাতে দুই শতাধিক জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। বাসিন্দাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমিরাত প্রতিনিয়ত কাজ করছে। এরই ধারাবাহিকতায় নতুন পারিবারিক ভিসা আইন করা হয়েছে।
More News from আন্তর্জাতিক
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
ভারতের সেরামকে ১০ লাখ ডোজ করোনার টিকা ফেরত নিতে বলেছে দক্ষিণ আফ্রিকা
-
-
কানাডা সরকারের ঘোষিত ১৩ সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় ‘ইসলামিক স্টেট বাংলাদেশ’
-