বনানীতে আগুন/কবি শিহাবুজ্জামান কামাল

( বনানীর ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের উদ্দেশ্যে)
!!!
শিহাবুজ্জামান কামাল
বনানীতে আগুন জ্বলে
ভয়াবহ দৃশ্য
বাকহারা দৃস্টিতে
দেখেছে বিশ্ব ।
আগুনের লেলিহান শিখা
ঘিরে চারিধার
বাচার আকুতি নিয়ে মানুষ
করে চিৎকার ।
জীবন বাচাতে কেউ
নীচে যায় পডে
হঠাৎ জীবন প্রদীপ
গেল যে ঝরে।
দ্রুত আগুন ছড়ায়
করে সব গ্রাস
এত গুলো মানুষের
জীবন হয় নাশ ।
শোকের মাতম ওঠে
স্বজন হারার
চলে গেল সবাই তারা
ফিরবেনা আর।
এমন পরিনতি হলো
সহসা সবার
নিঠুর আগুনে সব
পুড়ে ছারখার ।
ভয়াবহ আগুনে যারা
হারালেন প্রান
ক্ষমা কর সকলকে
প্রভু রহমান ।
লন্ডন: ২৮ মার্চ ২০১৯ইং