এফআর টাওয়ারের অন্যতম মালিক বিএনপি নেতা তাসভির আটক

অগ্নিকাণ্ডে হতাহত হওয়া রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অন্যতম মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে বারিধারার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাজাহান সাজু বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, নকশার ব্যত্যয় করে নির্মিত এফ আর টাওয়ারের অবৈধ ফ্লোরগুলোর মালিক তাসভির। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।
এই এফআর টাওয়ারটি একাধিকবার পরিদর্শন করে এর অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিভিন্ন ত্রুটির বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস। এজন্য কিছু সুপারিশও করা হয়েছিল। তবে পরপর দু’বার নোটিশ করেও কাজ হয়নি। ভবনের ফায়ার সেফটি ইস্যুতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি।
প্রসঙ্গত, বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের অবস্থান। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ ভবনে আগুন লাগে। এতে ২৫ জন নিহত ও ৭৩ জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।