আ’লীগ চোর-ডাকাতদের সুবিধা দেয়, বিপক্ষে গেলেই শত্রু: সিনহা

গত রবিবার স্থানীয় সময় বিশ্বখ্যাত হার্ভার্ডের হিলেল ব্যারেন অডিটরিয়ামে নিজের লেখা ‘এ ব্রোকেন ড্রিম’ গ্রন্থের ওপর এক আলোচনায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের স্বার্থে কোন কাজ করে না। তারা চাটুকারবেষ্টিত। চোর-ডাকাতদের সুবিধা দেয়। নিজ দলে (আ.লীগ) থাকলে সবঠিক, বিপক্ষে গেলেই শত্রু।’
বর্তমান সরকার চোর-ডাকাত-দুর্নীতিবাজদের সুবিধা দেয় বলে অভিযোগ করে তিনি বলেন, ‘কারো দয়া বা সহযোগিতায় প্রধান বিচারপতি হইনি। কিংবা অন্য কোন কারণেও এ পদে অধিষ্ঠিত করা হয়নি। নিজ গুণেই হয়েছিলাম।’
সাবেক এই বিচারপতি বলেন, ‘জনগণের কল্যাণে আমার অনেক সুপারিশ ছিল। কিন্তু সরকার তা গ্রহণ করেনি। এমনকি সরকারের ওপর মহল থেকে আমাকে চাপ দেয়া হতো ক্রিমিনালদের ছেড়ে দিতে। এভাবেই বাংলাদেশে বিচারের নামে মকারি চলছে।’
বঙ্গভবনকে ‘ব্যাংক ভবন’ হিসেবে অভিহিত করে আলোচিত এই সাবেক প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেত মহিউদ্দিন খান আলমগীরকেও ফারমার্স ব্যাংকের লুটপাটের দায় থেকে অব্যাহতি প্রদানের জন্য চাপ দেয়া হয়েছিল।’
Bangladesh Today
More News from বাংলাদেশ
-
বাংলাদেশকে টিকাদানসহ নানা কর্মসূচিতে মোট ১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে আইডিএ
-
-
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ছিল প্রশ্নবিদ্ধ সরকারের নৈতিক পরাজয়
-
রাজধানীর থানা গুলোতে বাঙ্কার তৈরী : সার্বক্ষণিক মেশিনগান প্রহরা
-