ইলিয়াস আলীকে অক্ষত ফিরিয়ে দিতে হবে: লুনা

নিউজ লাইফ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা তার বক্তব্যে বলেন, ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।
বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ দাবি জানান।লুনা বলেন,বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। দেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে।দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই।এভাবে একটা দেশ চলতে পারে না।তিনি বলেন,ইলিয়াস আলী গেল কয়েক বছর ধরে ‘নিখোঁজ’।ঢাকার বনানী থেকে তিনি ‘নিখোঁজ’ হন। তার অপেক্ষায় রয়েছে পরিবার ও দলীয় নেতাকর্মীরা।এছাড়া সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,ইলিয়াস আলীসহ শত শত ব্যক্তিকে গুম করেছে।তার জবাব দিতে হবে।সব লুটপাটের জবাব দিতে হবে।এ জন্য তারা (সরকার) ভয় পায়।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন,দেশের মানুষ মুক্তি চায়।ইলিয়াস আলীসহ সব নেতাকর্মীকে ফিরে পেতে চায়। দেশের জনগণ কখনো পরাজিত হয় না।
More News from বাংলাদেশ
-
করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের সহায়তা নিশ্চিত করুন : সিপিবি
-
-
বগুড়ায় মজুত ফুরিয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ
-
শত শত ব্যক্তি প্রতিদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগী ভর্তি করাতে পারছেন না
-
সরকার বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আরো বেশি ক্ষমতাসম্পন্ন অস্ত্র চালানোর নির্দেশ দিলেন আইজিপি