অনীহা প্রকাশ করায় খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে না: আইজি প্রিজন

নিউজ লাইফ ডেস্কঃ অনীহ প্রকাশ করায় চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
মঙ্গলবার (১২ জুন) সকালে কারা অধিদফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন,ওনাকে (খালেদা জিয়া) সেখানে (বিএসএমএমইউ) নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন ছিলো। কিন্তু তিনি অনীহা প্রকাশ করেছেন। আজ তাকে হাসপাতালে নেওয়ার জন্য গতকাল আমি নিজে তার সঙ্গে কথা বলেছিলাম। কারাবিধি অনুযায়ী বিএসএমএমইউতে ওনার সর্বোচ্চ চিকিৎসা হতো।
সরকার যদি চায় তাহলে প্রাইভেট হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।এক প্রশ্নের জবাবে আইজি প্রিজন আরো বলেন, বিএসএমএমইউতে চিকিৎসা নিতে অনীহার কারণ তিনি (খালেদা জিয়া) লিখিত আকারে জানালে আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে জানাবো।এর আগে সকালে বিএসএমএমইউতে যেতে অনীহা প্রকাশ করেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।তার বরাতে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির ফোনে জানান, ওনাকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। কিন্তু তিনি বিএসএমএমইউতে যাবেন না বলে অনীহা প্রকাশ করেছেন।তবে তিনি ইউনাইটেড হাসপাতালে যেতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও এক প্রশ্নের উত্তরে জানান সিনিয়র জেল সুপার।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-