নির্বাচনি বাজেট দিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করবে সরকার: ড. মোশাররফ

নিউজ লাইফ ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ঋণনির্ভর সরকার বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন,নির্বাচনি বাজেট দিয়ে এই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হবে।গত বছরের বাজেটই সরকার পূর্ণ বাস্তবায়নের জন্য রাজস্ব আদায় করতে পারেনি।এবারও একটি বিশাল ঘাটতি বাজেট দেওয়া হবে প্রতারণার করার জন্য।মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন লিমিটেড আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন,অর্থনৈতিকভাবে পঙ্গু,ব্যাংকগুলো দেওলিয়া।দেশ অত্যন্ত কঠিন সময়ে আছে। গত বছরের উন্নয়ন বাজেটকে কাটছাঁট করে অনেক কমিয়ে আনতে হয়েছিল।গত বছর যে বাজেট দেওয়া হয়েছে, সে বাজেট যদি রাজস্বের মাধ্যমে সংস্থান না হয়ে থাকে,এই বছর আরও বড় বাজেট দিয়ে কেন জনগণকে বোকা মনে করা হচ্ছে।’
বিএনপির এই অন্যতম নীতিনির্ধারক বলেন, ‘এই সরকার ঋণনির্ভর সরকার। ঋণ নিতে নিতে এমন অবস্থা, আমাদের উন্নয়ন বাজেটের বিরাট অংশ সুদ দিতে হয়। এই সুদ দেওয়ার ফলে পরে আর কিছু থাকে না।’
মোশাররফ হোসেন দাবি করেন, ‘ব্যাংকগুলোতে আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা যেভাবে টাকা লুট করে নিয়ে গেছে। এই অবস্থায় যে বাজেট দেওয়া হচ্ছে, তা লোকদেখানো, প্রতারণা। নির্বাচনের বছরে জনগণকে ধোঁকা দেওয়ার বাজেট।’ তিনি বলেন, ‘বাংলাদেশে মাদকের শক্তিধর মন্ত্রীর ছেলে-পেলেদের ছাড়া কারও কোনও কারখানা নাই। মিয়ানমার থেকে, ভারত থেকে এই মাদকদ্রব্যগুলো আসে। বড়-বড় হোতা, বড়-বড় গডফাদাররা এগুলো আনে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মাদকবিরোধী অভিযানের নামে যে হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। এটা সংবিধানবিরোধী।’ তিনি বলেন, ‘সরকার যেভাবে মাদকের বিরুদ্ধে অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করছে, তা দিয়ে কিন্তু মাদকের মূল সোর্স, যে জায়গা থেকে মাদক আসে, যে গডফাদাররা আনে, তাদের যদি ধরা না হয়, শাস্তি না দেওয়া হয়, তাহলে চুনোপুটিদের ক্রসফায়ারে দেওয়ার মধ্য দিয়ে মূল গডফাদারদের আড়াল করা হচ্ছে।’
আগামী নির্বাচনে সরকার বিএনপি ও খালেদা জিয়াকে বাইরে রাখার চেষ্টা করছে-বলে অভিযোগ করে মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি ও খালেদা জিয়াকে বাইরে রেখে দেশে কোনও নির্বাচন সম্ভব না।’
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-