মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইউকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লন্ডন : মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইউকের উদ্যোগে গত ৪ জুন সোমবার আপটন পার্কের একটি কমিউনিটি হলে বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ হালিম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মোয়াজ্জেম হোসেন ছোহরাব ও মেহেদী হাসান পিয়াল।
মাহফিলে রোজার আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ ও জাতির সুখ-শান্তি কামনা করে দুয়া পরিচালনা করেন মাওলানা তছলিম মজুমদার। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল মান্নান, ব্যারিস্টার এম এন হক , ব্যারিস্টার ওয়াজের, সলিসিটর গণিউল্লাহ, সলিসিটর ওয়াদুদ খান, সলিসিটর মতিউর রহমান, ব্যারিস্টার মিজান, জিডিএ সভাপতি ওবায়দুল রহমান, জিডিএ সেক্রেটারি মেজবাহ উদ্দিন, কাউন্সিলর জসিম, কাউন্সিলর রহিমা রহমান, শাহনাজ সুমি সহ আরো অনেকে।
মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ইকবাল হালদার রিপন, এম এস আই রমজান, আনোয়ার খান, মোস্তাক আহমেদ কামরান, ফারুক সিকদার, হাবিবুর রহমান, হাজি বিল্লাল, হাজি লুৎফর, আব্দুল মান্নান, হাসান মানিক, মজিবুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, তপন মন্ডল, মঞ্জুরি মন্ডল সহ অনেকে।