নিউস লাইফ ডেস্ক :: লন্ডনে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন সুন্দরবন ফাউন্ডেশন ইউ কে ও লন্ডন ক্রিকেটে লীগ ( এল সি এল ) এর ইফতার মাহফিল আগামী ৮ জুন শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে । দেশ বরেণ্য আলেম ওলামা এ মাহফিলে উপস্থিত থেকে মাহে রমজান ও ঈমান আকিদার উপর মূল্যবান বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে । অনুষ্ঠানে সকল খুলনা বাসী ও ক্রিকেটে অনুরাগীদেরকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন লন্ডন ক্রিকেটে লীগ (এল সি এল ) ও সুন্দরবন ফাউন্ডেশন ইউ কে’র সভাপতি আবু সুফিয়ান ঝিলাম।