অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিউজ লাইফ ডেস্কঃ মাদকবিরোধী অভিযানে নিরীহ মানুষের ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।তিনি বলেন,চলমান মাদকবিরোধী অভিযানে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না।আর যদি কোনো পুলিশ সদস্য নিরীহ মানুষকে হয়রানি করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার দুপুরে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অসহায়দের মধ্যে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ মানুষের এতে ভয় পাওয়ার কিছু নেই। ঢাকায় মাদকবিরোধী অভিযানে কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা হবে না। যদি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-