বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বাংলাদেশ কী পেতে পারে?

নিউস লাইফ ডেস্ক :: সম্প্রতি বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম উপগ্রহ থেকে সরাসরি সম্প্রচার সম্ভব। এ ছাড়া যেভাবে উপকৃত হওয়া যেতে পারে তা হলো:
১। তুলনামূলক কম দামে আরও অধিকসংখক চ্যানেল দেখা যাবে।
২। ডিশের তারের ওপর চাপ কমে যাবে।
৩। অনেক সময় প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সফর, সভা, সামিট, সংস্থায় আমন্ত্রিত হন। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা যাবে।
৪। সরকার অপারেটর নিয়োগ করে কম খরচে ডিটিএইচ সেবা দেওয়ার বাবস্থা করতে পারে।
৫। একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট এলাকা; যেমন যে এলাকায় ডিশের তার প্রচুর আছে, বাছাই করে প্যাকেজ বা প্রণোদনা দিয়ে বাবস্থা করলে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডিশ তারের যে ছড়াছড়ি দেখা যায় তা থেকে নগরবাসী মুক্তি পাবে।
৬। ক্যাবল তারজনিত দুর্ঘটনা কমে আসবে।
৭। পরিবেশ-পরিস্থিতি সুন্দর হবে।
৮। তারের যে প্যাঁচ বা গোলযোগ দেখা যায় তা কমে আসবে।
৯। এর ফলে শব্দ ও ছবির গুণগত মান দুটোই ভালো হবে।
১০। চ্যানেল প্রোগ্রাম নিজেদের মতো পছন্দ করা যাবে।
১১। সাবস্ক্রিপশন ফ্রি অনলাইন পরিশোধ করা যাবে।
More News from প্রযুক্তি
-
পাবজি মোবাইলের ইরাঙ্গেল ২.০ ভার্সনে নতুন ও রোমাঞ্চকর যা যা থাকছে
-
-
সেপ্টেম্বর থেকে ফেসবুক আসছে নতুন আঙ্গিকে: বাধ্যতামূলক মানতে হবে সকলকে
-
সোশ্যাল মিডিয়াতে খারাপ মন্তব্য করার পেছনে কি যুক্তি দেখান মন্তব্যকারীরা
-