বেলজিয়ামে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

নিউস লাইফ ডেস্ক :: বেলজিয়ামে এক বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
২৯ মে, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় লেইগ শহরে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানায়, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ওই বন্দুকধারী একটি স্কুলের নারী পরিচ্ছন্নতা কর্মীকে জিম্মি করেছিল। ওই বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, গুলি করার সময় লোকটি ‘আল্লাহু আকবার’ বলছিল।
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান জ্যাম্বোন জানান, দেশটির সন্ত্রাসবিরোধী ইউনিট এই ঘটনা নজরদারি করছে।
দেশটির ফেডারেল প্রসিকিউটর অফিসের মুখপাত্র এরিখ ভ্যান বলেন, ‘ঘটনাস্থলে থাকা উপাদান দেখে মনে হচ্ছে, এটি একটি সন্ত্রাসী কর্ম।’