ট্রাম্পের লেখা চিঠির ভুল শুধরে ফেরত পাঠালেন অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষিকা!

আন্তর্জাতিক ডেস্ক :: নিজের লেখা চিঠির জবাবে হোয়ইট হাউজ থেকে ট্রাম্পের পাঠানো চিঠিতে অসংখ্য ভুল দেখে হতবাক হয়ে যান একজন অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষিকা। এরপর তিনি সেই চিঠি গুলোর ভুল শুধরে তা আবার হোয়াইট হাইজে ফেরত পাঠিয়েছেন। এমন কা- ঘটিয়েছেন ৬১ বছর বয়স্ক ইভোনি ম্যাসন।
মেসন অ্যাটলান্টায় অবসর জীবনযাপন করছেন। তিনি মলদিন উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজী শিক্ষক। গত ৩ মে তিনি এই চিঠিটি পান। ফেব্রুয়ারি মাসে ফ্লোরিডার পার্কল্যান্ডে স্কুল শ্যুটিং এ নিহত প্রত্যেকের পরিবারের সাথে ট্রাম্পকে দেখা করার পরামর্শ দিয়ে একটি চিঠি লিখেছিলেন মেসন। এর জবাবে হোয়াইট হাউজের প্যাডে তাকে এই চিঠি দেন ট্রাম্প।
ট্রাম্পের চিঠি পেয়ে ভুলের সংখ্যাধিক্যে নিজের বিষ্ময় ঠেকাতে পারেননি মেসন। তিনি ভুলগুলো শুদ্ধ করে ফেলেন। তিনি জানান চিঠিটিতি শব্দগত গঠনশৈলীতে মারাত্বক ভুল ছিল। প্রচুর পরিমানে ব্যাকরনগত ভুলে পরিপূর্ণ ছিল চিঠিটি। এবং তিনি আরো জানান পুরো জীবনে তিনি এতোটা ভুলে ভরা কোন চিঠি পাননি। – ইয়ন নিউজ
More News from এক্সক্লুসিভ
-
-
চীন-ভারত সীমান্তে উত্তেজনা ও যুদ্ধ: একটি ভূ-রাজনৈতিক পর্যালোচনা
-
-
মহানবীর বর্ণবাদহীন সমাজ আজো বিশ্ববাসীর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত
-
আজ কলংকিত ১৬ জুন: দেশ স্বাধীনের পর থেকে যেভাবে গণমাধ্যম ও গণতন্ত্র হত্যা করা হচ্ছে