‘কালো টাকা দেশের বাইরে গেলে আমি কী করব’ অর্থমন্ত্রী

নিউস লাইফ ডেস্ক :: ‘যারা কালো টাকা বিদেশে নেওয়ার তারা নিয়েই যাবে। সাদা করার সুযোগ দিয়েও কোনো কাজ হবে না। কালো টাকা দেশের বাইরে গেলে আমি কী করব?’
ব্যাংক কেলেঙ্কারি নিয়ে আগামী বাজেটে কোনো সিদ্ধান্ত আসবে কি না—আলোচকদের প্রশ্নে মুহিত বলেন, ‘ব্যাংক কেলেঙ্কারি একটি গুরুতর বিষয়। ব্যাংকিং সেক্টরে অনেক ধরনের গোলামাল রয়েছে।’
বাজেট বক্তৃতা ইতোমধ্যে লেখা শুরু হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘শেষ সময়ে এসে তড়িঘড়ি করে বাজেট বরাদ্দ বাস্তবায়ন নিয়ে প্রথম দিকে বাজেটের পয়সা ব্যবহার করা হয় না। এবার আমি বলব প্রথম দিন থেকেই সরাসরি খরচ করতে পারবেন। অর্থাৎ, ১ জুলাই থেকে খরচ করতে পারবেন। প্রতিবার যে ভুল ধারণা হয় এবার আর তা থাকবে না।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘কুষ্টিয়া ও বান্দরবানে তামাক চাষ হচ্ছে। আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার। এ জন্য আমরা মতামত চেয়েছি। তার কিছু ইঙ্গিত হয়তো এবারের বাজেটে দিতে পারব। দক্ষ জনবল তৈরির ব্যবস্থা করা হচ্ছে ২০১১ সাল থেকেই।’
উক্ত বৈঠকে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাঈদি সাত্তার, সাধারণ বিমা কর্পোরেশনের চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত উল ইসলাম, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলমও বক্তব্য রাখেন।
More News from বাংলাদেশ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )