শেখ হাসিনা-মোদি বৈঠক দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তি নিকেতনের বাংলাদেশ ভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একটি সূত্র বলছে, তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন আলোচনায় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতকে পাশে চায় বাংলাদেশ- এ বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে।তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছিলেন,সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনার এজেন্ডা নেই।বৈঠক শেষে দুই দেশের সরকার প্রধান হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে যান। তারা কোনো মন্তব্য না করায় তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সরকারি কোনো কর্মকর্তাদেরও বক্তব্য পাওয়া যায়নি।আন্তঃযোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার বিষয়ে দুই শীর্ষ নেতার মধ্যে কথা হয়ে থাকতে পারে বলে জানা গেছে।
More News from বাংলাদেশ
-
বাংলাদেশকে টিকাদানসহ নানা কর্মসূচিতে মোট ১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে আইডিএ
-
-
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ছিল প্রশ্নবিদ্ধ সরকারের নৈতিক পরাজয়
-
রাজধানীর থানা গুলোতে বাঙ্কার তৈরী : সার্বক্ষণিক মেশিনগান প্রহরা
-