বিশ্বকাপ খেলার আগে পবিত্র উমরা পালন করলেন ফ্রান্সের ফুটবলার পগবা

স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা। ব্যতিক্রম ফ্রান্সের ফুটবলার পল পগবা।বিশ্বকাপের আগেই ছুটে গেছেন মক্কায়। সেখানে মুসলিম ধর্মাবলম্বীদের পুণ্যভূমি পবিত্র কাবা শরিফে ওমরাহ করতে যান পগবা।সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের আইডিতে মক্কায় বসেই একটি ভিডিও পোস্ট করেন পগবা। সেখানে দেখা যায়, ২৫ বছর বয়সী এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কাবা শরিফের সামনে থেকে ভিডিওটি ধারণ করেছেন।ইনস্টাগ্রামে পোস্ট করে সেই ভিডিও বার্তায় ফরাসি তারকা বলেন, নিজেদের আমল ঠিক রাখার জন্য মানুষ এখানে আসেন। এটি একটি সুন্দর জায়গা। সুন্দর সুন্দর সুন্দর! আর এর অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারব না।এর আগে গত বছরেও পবিত্র রমজান মাসে কাবা শরিফ জিয়ারত করেছিলেন পগবা। ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বকাপে তাদের গ্রুপের অন্য সদস্যরা হল পেরু ও ডেনমার্ক।