আ’লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দাখিল

ইউএনএন বিডি নিউজঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ মিয়াসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ দাখিল করা হয়েছে। এসব অভিযোগ আমলে নেয়া হবে কিনা- এ বিষয়ে শুনানির জন্য আগামী ৪ জুন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।এর আগে গত ৮ মার্চ আবুল খায়ের গোলাপ মিয়াসহ তিন আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।মামলার অন্য দুই আসামিরা হলেন- মো. জামাল উদ্দিন আহম্মদ ওরফে মো. জামাল উদ্দিন (৬৫) ও শেখ গিয়াস উদ্দীন আহমদ (৭০)। আসামিদের মধ্যে জামাল উদ্দিন কারাগারে আছেন ও শেখ গিয়াস উদ্দীন আহমদ পলাতক রয়েছেন।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন,দুই বছরের তদন্তে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় গণহত্যা, হত্যা,অপহরণ,আটক, নির্যাতন,লুটপাট,অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়।এর মধ্যে ১৭ জনকে হত্যা, ৬ নারীকে ধর্ষণ, ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৩০ জনকে অপহরণ-নির্যাতনের অভিযোগ রয়েছে।
More News from বাংলাদেশ
-
করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের সহায়তা নিশ্চিত করুন : সিপিবি
-
-
বগুড়ায় মজুত ফুরিয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ
-
শত শত ব্যক্তি প্রতিদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগী ভর্তি করাতে পারছেন না
-
সরকার বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আরো বেশি ক্ষমতাসম্পন্ন অস্ত্র চালানোর নির্দেশ দিলেন আইজিপি