জাতীয়তাবাদী মহিলা দলের সভা অনুষ্ঠিত

ইউএনএন বিডি নিউজঃ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য মহিলা দলের আহ্বায়ক ফেরদৌস রহমান এবং পরিচালনা করেন সদস্যসচিব অঞ্জনা আলম।সভার শুরুতে ফেরদৌস রহমান দলের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সদস্য সচিব অঞ্জনা আলম বেগম জিয়ার মুক্তির লক্ষ্যে ব্যাপক গণআন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন এবং যুক্তরাজ্য মহিলা দল সকল প্রকার আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত বলে উল্লেখ করেন।
সভায় আরো বক্তব্য রাখেন লুনা সাবিরা, মেহবুবা ফেরদৌস, খন্দকার কাউছার জাহান তাছমিনা, রুবি মির্জা, জেবুন্নেসা রুনা, মরিয়ম বেগম হক, মেহেরুন্নেছা, সোনিয়া তাসনিম, শামিম আরা, সহ প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের গুম, খুন, নির্যাতন সহ ব্যাপক লুটপাটের বিরুদ্ধে সরকারের কঠোর সমালোচনা করেন। পরিশেষে উপস্থিত সকলকে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।