সিঙ্গাপুরে হচ্ছে ট্রাম্প ও কিমের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক,উত্তর কোরিয়ার,যুক্তরাষ্ট্রঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ১২ মে।সিঙ্গাপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।ট্রাম্প বলেন, আমরা উভয়েই চেষ্টা করবো বিশ্ব শান্তি জন্য একটি বিশেষ মুহূর্ত তৈরি করতে।এর আগে দুই নেতার বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে দুই কোরিয়ার মধ্যবর্তী বেসামরিকীকৃত এলাকায় (ডিমিলিটারাইজড জোন) কথা সামনে আসে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন ট্রাম্প।সর্বশেষ টুইটারে বৈঠকের তারিখ ও স্থানের বিষয়টি নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট।সিএনএন-এর খবরে বলা হয়ে, নিরপেক্ষতা বিবেচনায় পিয়ংইয়ংয়ের কাছাকাছি ভেন্যু হিসেবে আগে থেকেই সিঙ্গাপুরকেই পছন্দের তালিকার শীর্ষে রেখেছেন মার্কিন কর্মকর্তারা।এর আগে সম্প্রতি উত্তর কোরিয়া সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার সফরকালে বুধবার দেশটিতে আটক তিন মার্কিন বন্দিকে মুক্তি দেয় পিয়ংইয়ং। ট্রাম্প-কিম বৈঠকের আগে উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া। আর মার্কিন বন্দিদের মুক্তিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিজয় হিসেবেও আখ্যায়িত করেছেন ট্রাম্প।
টুইটারে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন,পম্পেও চমৎকার তিনজন মানুষকে নিয়ে দেশে ফিরছেন, যাদের সঙ্গে সাক্ষাতের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের পরিকল্পনা চূড়ান্ত করতে উত্তর কোরিয়ায় ওই সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরে কোরীয় উপদ্বীপ থেকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পম্পেও। সূত্র: রয়টার্স, সিএনএন।