৫ দিনে গ্রেফতার ১০০ খুলনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ

ইউএনএন বিডি নিউজঃ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। মঙ্গলবার রাতেও প্রায় ২০০ নেতাকর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাতজনকে গ্রেফতার করেছে।এ নিয়ে গত পাঁচদিনে পুলিশ প্রায় ১০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।বুধবার সকালে খুলনায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন,যতই ভয়ভীতি দেখানো হোক না কেন, আমাদের কর্মীরা মাঠ ছেড়ে যাবে না, ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।তিনি নিজেও মাঠ ছেড়ে কোথাও যাবেন না বলে জানান নজরুল ইসলাম মঞ্জু।তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনালি সেন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন,গত রাতে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে ১৮ জনই মাদক ব্যবসায়ী।বাকিরা নিয়মিত মামলার আসামি। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় দেখা হয়নি।পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাসায় হানা দেয়নি বলেও দাবি করেন সোনালি সেন।১৫ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-