খুলনায় বিএনপির কাউন্সিলর প্রার্থীকে লক্ষ্য করে বোমা ও গুলি

ইউএনএন বিডি নিউজঃ খুলনা মহানগরীর ৭নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনিত কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টুকে লক্ষ্য করে বোমা হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টায় দিকে নগরীর উত্তর কাশিপুর পুরাতন যমুনা সেলস সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি ওই ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর।
পিন্টু সহকর্মী শেখ আমানত জানান, পিন্টুর নির্বাচনী অফিস থেকে দুইশ গজ দূরে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। বিকট শব্দে পরপর কয়েকটি বোমার বিষ্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
খালিশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রত্নেশ্বর রায় জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কাউন্সিলর প্রার্থী পিন্টু ওই সময় গণসংযোগ করছিলেন। ঘটনাস্থলে তাকে লক্ষ্য করে তিনটি বোমা বিষ্ফোরণ ঘটানো হয়। তবে এতে কাউন্সিলর ও তার সমর্থকদের কেউ আহত হননি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি পুলিশ কমিশনার সোনালী সেন জানান, ঘটনার পরপরই খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-