‘সরকার যতই কূটকৌশল চালাক, খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না’

ইউএনএন বিডি নিউজঃ সরকার যতই কূটকৌশল চালাক না কেন, খালেদা জিয়া ছাড়া এ দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, সরকার যতই কূটকৌশল করুক না কেন, আগামী জাতীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণে। একতরফা নির্বাচন অনুষ্ঠান হতে দেবে না এ দেশের মানুষ।
সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, স্বৈরশাসকরা জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কারণে-অকারণে জ্ঞান দেয়-বর্তমান সরকারও সেটিই করছে।বিএনপির এ নেতা বলেন, আদালত নয়, সরকারের প্রতিহিংসার রায় হয়েছে খালেদার বিরুদ্ধে। যে দেশের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করতে হয়, সেখানে আদালতের স্বাধীনতা থাকে না।
আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ২০১৪ সালের মতো একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন আওয়ামী নেতারা দেখতেই পারেন। কিন্ত এ দেশে আর একতরফা জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। দেশে আর নীলনকশার নির্বাচন অনুষ্ঠিত হবে না।
‘প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নেন, তখন তার বিরুদ্ধে ১৫টি মামলা ছিল। স্বাভাবিক গতিতে মামলা চললে উনার যাবজ্জীবন দণ্ড হতে পারত। প্রধানমন্ত্রী ক্ষমতার জোরে মামলা প্রত্যাহার করে নিয়েছেন,’ যোগ করেন রিজভী।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ প্রমুখ উপস্থিত ছিলেন।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-