মে দিবসে সমাবেশ কিংবা শোভাযাত্রা কোনোটারই অনুমতি পায়নি বিএনপি

ইউএনএন বিডি নিউজঃ মহান মে দিবস উপলক্ষে আজ পহেলা মে বিএনপিকে সমাবেশ কিংবা শোভাযাত্রা—কোনোটারই অনুমতি দেয়নি পুলিশ। প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। এ নিয়ে দলটির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিল। কিন্তু অনুমতি মেলেনি। পরবর্তীতে সমাবেশের পরিবর্তে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয় দলটি। শেষ পর্যন্ত সেটিরও অনুমতি দেয়নি পুলিশ।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রথমে সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের অনুমতি দেয়নি। এরপর আমরা শোভাযাত্রা বের করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করি। কিন্তু দুঃখের বিষয়- এমন এক দেশে বাস করি আন্তর্জাতিক শ্রমিক দিবসে শোভাযাত্রা করারও অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা শোভাযাত্রাও বের করতে পারব না।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-