খালেদা জিয়ার মুক্তির দবিতে বিএনপির মানববন্ধন

ইউএনএন বিডি নিউজঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার সকাল ১১ টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।এদিকে বিএনপি কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশেপাশে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে।মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান,আব্দুল্লাহ আল নোমান,অ্যাডভোকেট আহমহ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,জয়নাল আবেদীন ফারুক,সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সাহেল প্রিন্স,
বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, আব্দুস সালাম আজাদ, মহিলা নেত্রী সুতলানা আহমদে, ছাত্রদল নেতা নাজমুল হাসানসহ দলটির অংশ-সংগঠন ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত আছেন।গত রবিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর অংশ হিসেবে গত রবিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং সোমবার নগর বিএনপি দক্ষিণের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত, বিএনপির এই বিক্ষোভ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল প্রেসক্লাবের সামনে। মঙ্গলবার রাতে বিএনপি নেতারা স্থান পরিবর্তন করেন।
More News from বাংলাদেশ
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক