বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না: আমীর খসরু

ইউএনএন বিডি নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসবে কান দেবেন না। এসব সরকারের প্রপাগান্ডা (প্রচারণা)। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে জিয়া নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্রের মাকে মুক্ত করে আনব। আমাদের নিয়ে যত ফেক নিউজ প্রচার করা হোক না কেন, এসবে কান দেবেন না।’
নেতাকর্মীদের বিএনপি নেতা বলেন, ‘আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। কারো বিভ্রান্তিকর তথ্য আমলে নেবেন না। অতীতেও বিএনপিকে ভাঙতে অনেক অপপ্রচার চালানো হয়েছে, এসব নতুন কিছু নয়। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরও বিএনপিকে ভাঙতে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর নিউজ করা হয়েছে।’
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা গণতন্ত্রের মাকে মিথ্যা মামালায় কারাগারে বন্দি রেখে নির্বাচনের স্বপ্ন দেখলে তা কখনো পূরণ হবে না। একতরফা নির্বাচন করতে যত বাধা দিয়েছেন, আপনাদের সব বাধা জনগণের জোয়ারে ভেঙে যাচ্ছে। তাই আপনাদের কোনো চক্রান্ত সফল হবে না।’
বিএনপি নেতা আরো বলেন, দেশে কোনো নির্বাচন করতে হলে আগে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এ ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
More News from বাংলাদেশ
-
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু