খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার: ফখরুল

ইউএনএন বিডি নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। সেখানে তিনি গুরুতর অসুস্থ। তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। রোববার রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করার সুযোগ দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।খালেদা জিয়ার মুক্তির দাবিতে এদিন বেলা ১২টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি।বাড্ডার হোসেন মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মধ্য বাড্ডায় গিয়ে শেষ হয় মিছিলটি।
এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,ঢাকা মহানগর যুবদল উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান,সহসভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ,যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব,সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল,জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান,ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।
More News from বাংলাদেশ
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক
-
-
পৌর নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার