খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে পুলিশ প্রত্যাহার

ইউএনএন বিডি নিউজঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে দায়িত্বরত পুলিশের চারজন সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
শামসুদ্দিন দিদার জানান, বুধবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে চারজন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে, যারা খালেদা জিয়ার বাসার সামনে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ছিলেন। এই টিমে একজন সাব-ইন্সপেক্টর ও তিনজন কনস্টেবল ছিলেন।
কী কারণে পুলিশ প্রত্যাহার করা হয়েছে, এ নিয়ে কিছু জানাতে পারেননি দিদার। তিনি বলেন, ‘এখনও নিশ্চিত নই, কী কারণে পুলিশ প্রত্যাহার করা হয়েছে।’
জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি জানি না। এটা তো কূটনৈতিক জোনে পড়েছে। ফলে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ বলতে পারবে আসলে কী হয়েছে।’
More News from বাংলাদেশ
-
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু