কোটা আন্দোলন থেকে শিক্ষা নিতে চায় বিএনপি: খন্দকার মোশাররফ

ইউএনএন বিডি নিউজঃ কোটা পদ্ধতি বাতিলের আন্দোলন থেকে বিএনপি শিক্ষা নিতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোটা পদ্ধতি বাতিলের আন্দোলন থেকে আমরা শিক্ষা নিতে চাই। আমরা জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। বাংলাদেশের সমস্ত মানুষের স্বার্থ এখানে জড়িত।
কোটা পদ্ধতিতে যেমন ভবিষ্যৎ ছাত্রদের স্বার্থ জড়িত, তাই সবাই নেমেছে। আমাদের যে দাবি, গণতন্ত্র, ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ নির্বাচন- এগুলোর সাথে সরাসরিভাবে জনগণ সম্পৃক্ত। জনগণ কিন্তু এটা জন্য এবং সময়ে জন্য অপেক্ষা করছে? সময় এসেছে, জনগণ রাস্তায় নেমে এদেশে সুষ্ঠু নির্বাচন,নিরপেক্ষ সরকার এবং খালেদা জিয়াকে মুক্ত করে আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক কণ্ঠ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও গণতন্ত্র উত্তরণের সুষ্ঠু নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এ সভায় তিনি বলেন,ঐক্যবদ্ধ হয়ে থাকার কারণে কোটা আন্দোলর সফল হয়েছে। তবে কোন কোন মিডিয়া এই আন্দোলনকে ভালো ভাবে প্রকাশ করেনি। কিন্তু তাদের সফলতা প্রমান করে যে,মিডিয়া যদি কিছু ধামাচাপা দিতেও চেষ্টা করে, যোক্তিক হলে সেটা ধামাচাপা দিয়ে কিছু করা যাবে না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটা আন্দোলনকারীদের সমর্থন ও সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মামুন আহমেদকে বলেছেন- বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এখানে কোথায় অন্যায় হয়েছে? বরং যোক্তিক একটি আন্দোলনে তারেক রহমান সমর্থন দিয়েছেন। এটা যে যোক্তিক সেটা প্রমাণ হয়েছে। প্রধানমন্ত্রী বাধ্য হয়ে, এই আন্দোলনের কাছে মাথা নত করে এবং পরাজয় স্বীকার করে কোটা পদ্ধতি বাতিল করেছেন।
গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্দি মন্তব্য করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র মুক্ত হবে না। তাই আমরা বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করে এবং সংসদ ভেঙ্গে দিয়েই আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবো।
আয়োজক সংগঠনের আহ্বায়ক সাংবাদিক রমিজ খানের সভাপতিত্বে সভায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্যে রাখেন।
More News from বাংলাদেশ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )