২ সিটিতে দলীয় মনোনয়নপত্র বিক্রি করছে বিএনপি

ইউএনএন বিডি নিউজঃ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে বিএনপির নির্বাহী সদস্য হাসান উদ্দিন সরকারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বশিরউদ্দিন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র তুলে দেন।
শুক্রবার(৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে ১০ হাজার টাকায় ও জামানত হিসেবে(অফেরতযোগ্য)ফরমের সঙ্গে জমা দিতে হবে ২৫ হাজার টাকা। মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
More News from বাংলাদেশ
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক