বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ এপ্রিল

ইউএনএন বিডি নিউজঃ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। ইতোমধ্যে,দলের পক্ষ থেকে এ দুই সিটিতে বিএনপির মেয়র প্রার্থী হতে আগ্রহীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। আগামী ৫ এপ্রিল এ মনোনয়ন ফরম বিতরণ করা হবে।মঙ্গলবার বিকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, আগামী ৫ এপ্রিল সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা।৬ এপ্রিল মনোনয়ন ফরম জমা দিতে হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। ফরম জমা দেয়ার সময় আরও ২৫ হাজার টাকা দিতে হবে। আগামী ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎ নেয়া হবে ইচ্ছুক প্রার্থীদের।
More News from বাংলাদেশ
-
রাজধানীর থানা গুলোতে বাঙ্কার তৈরী : সার্বক্ষণিক মেশিনগান প্রহরা
-
-
-
করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের সহায়তা নিশ্চিত করুন : সিপিবি
-