মির্জা ফখরুলের এনজিওগ্রাম সম্পন্ন, ব্লক ধরা পড়েনি

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। কোনও ব্লক ধরা পড়েনি।মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন,মির্জা ফখরুলের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। রিপোর্ট ভালো,কোনও ব্লক ধরা পড়েনি। তার শারীরিক অবস্থাও ভালো।সকালে ফখরুলের এনজিওগ্রাম করার সময় তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।’এর আগে সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে অসুস্থবোধ করলে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ জানিয়েছিলেন, ‘মির্জা ফখরুল সোমবার সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে আমরা যে রিপোর্ট পেয়েছি সেগুলো সন্তোষজনক। মঙ্গলবার তার এনজিওগ্রামের প্ল্যান করেছি। ডা. মমিনুজ্জামান তার এনজিওগ্রাম করাবেন। এরপরই তার পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে। তবে, এই মুহূর্তে তিনি সুস্থ আছেন।’
More News from বাংলাদেশ
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক