মিছিল-মিটিং করাও তো আমার অধিকার: মির্জা আব্বাস

ইউএনএন বিডি নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘কোনো স্বৈরাচারীর হাত থেকে বিনা আন্দোলনে রেহাই পাওয়া যায়নি। কোনো স্বৈরাচার বিনা আন্দোলনে বিদায় হয়নি।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন মির্জা আব্বাস। ওই সময় রাজধানীর মালিবাগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতাসীন দল ছাড়া এ দেশে অন্যকোন রাজনৈতিক দল সভা-সমাবেশ, মিছিল মিটিং করতে পারে না।’
মির্জা আব্বাস বলেন, ‘ভোট চাওয়া অধিকার, মিছিল করাও আমাদের অধিকার, মিটিং করা তো আমার অধিকার। ভোট চাওয়ার অধিকার তো আমাদেরও আছে। আমরা আজ ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তির জন্য সারা দেশে মিছিল মিটিং করার চেষ্টা করছি, আমাদের বাধা দেওয়া হচ্ছে।’
মির্জা আব্বাস আরো বলেন, ‘আমাদের অনেক নেতা কর্মীদের গতকাল লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কোনো অধিকার নেই, অধিকার থাকবে কেবল আওয়ামী লীগেরই? এ দেশে কী মানুষের অধিকার থাকবে না, জনগণের অধিকার থাকবে না?’এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার জন্যই বিএনপি চেয়ারপারসনকে কারাগারে বন্দি রাখা হয়েছে।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও জেলে সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার জন্য। এর চেয়ে পরিষ্কারভাবে বোঝানোর আর কিছু নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভেতরে থাকা মানে বাংলাদেশের মানুষকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা।’
More News from বাংলাদেশ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )