ভোট চাইতে সমান সুযোগ চায় বিএনপি

ইউএনএন বিডি নিউজঃ একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট চেয়ে প্র্রচারণা চালাতে সব রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ সুবিধা দেওয়ার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবির কথা জানান।বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক অধিকার আমাদের সংবিধান ও নির্বাচন কমিশনের বিভিন্ন আরপিওর মধ্যে সীমাবদ্ধ। এটা সব রাজনৈতিক দলের জন্য। কিন্তু বিষয়টা তো হচ্ছে, তারা সরকারি টাকা খরচ করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর কেউ করতে পারবে না, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না।খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে লিফলেট বিতরণ করেন তিনি। মির্জা ফখরুল ছাড়াও দলের জ্যেষ্ঠ নেতারা রাজধানীর বিভিন্ন জায়গায় রোববার লিফলেট বিতরণ করছেন।
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। আমাদের অধিকার নেই। আপনাদের (মিডিয়ার) সবকিছু লেখার এবং বলার অধিকার নেই। সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের গণমাধ্যমের যাওয়া উচিত। আমাদের সেই চেষ্টা করা উচিত।খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে মিডিয়ার আরো বেশি জানা দরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব।
More News from বাংলাদেশ
-
বাংলাদেশকে টিকাদানসহ নানা কর্মসূচিতে মোট ১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে আইডিএ
-
-
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ছিল প্রশ্নবিদ্ধ সরকারের নৈতিক পরাজয়
-
রাজধানীর থানা গুলোতে বাঙ্কার তৈরী : সার্বক্ষণিক মেশিনগান প্রহরা
-