সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অবস্থার অবনতি

ইউএনএন বিডি নিউজঃ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অবস্থার কিছুটা অবনতি হয়েছে।এখন পর্যন্ত তার পালস রেট স্বাভাবিক পর্যায়ে আসেনি।খায়রুল হকের ছেলে আশিকুল হক শনিবার সন্ধ্যায় এই তথ্য জানান।তিনি জানান, বাবার পালস রেট ৪৫ থেকে ৫০ এর মধ্যে উঠানামা করছে। তবে ডাক্তার বলেছেন, হৃদরোগ ও বয়স বিবেচনায় তার স্বাভাবিক পালস রেট থাকার কথা ৮০ থেকে ৮৫। এখন কেবিনেই আছেন তিনি। কোনা দর্শণার্থীকে দেখা করার অনুমতি দিচ্ছেন না ডাক্তার। সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন।এদিকে শারীরিক অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে খায়রুল হককে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে শুক্রবার কেবিনে স্থানান্তর করা হয়েছিল। তবে তখনো পালস রেট কম ছিল। নিম্ন রক্তচাপজনিত সমস্যার কিছুটা উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে পাঠানো হয়েছিল।হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লিয়াকত আলীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক প্রধান বিচারপতি বিচারপতি খায়রুল হকের।গত বৃহস্পতিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বিচারপতি খায়রুল হক। রাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি করা হয়।সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান। তিনি ২০১০ সালের সেপ্টেম্বরে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরের বছর মে মাসে তিনি অবসরে যান।বিচারপতি খায়রুল হকের জন্ম ১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুরের রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে।
More News from বাংলাদেশ
-
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু