‘মিষ্টি পাঠাব প্রধানমন্ত্রীর কাছে’

ইউএনএন বিডি নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি পাঠাবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসার বিষয়ে শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় মির্জা ফখরুলের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ফখরুলকে চরম মিথ্যাবাদী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ হিসেবেও আখ্যায়িত করেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর এসব বক্তব্যে ভোট বাড়বেদাবি করে আনন্দ প্রকাশ করেন ফখরুল। হাসতে হাসতে তিনি সাংবাদিকদের বলেন, আমি মিষ্টি পাঠাব উনার (প্রধানমন্ত্রী) কাছে। আমার অনেক উপকার করেছেন তার জন্য। ভোট অনেক বাড়িয়ে দিয়েছেন।
বিএনপির সিনিয়র নেতারাও এ নিয়ে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ওনাকে (ফখরুল) ছাড়া আমরা যারা আছি, আমরা ঈর্ষান্বিত। এইভাবে ওনাকে দেশের প্রধানমন্ত্রী স্পন্সর করবে আমরা আশা করিনি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হাসতে হাসতে বলেন, আন্ডারহ্যান্ড ডিলিং আছে কিন্তু!এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
More News from বাংলাদেশ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )