খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনে যাওয়ার শপথ নিয়েছি: মির্জা ফখরুল

ইউএনএন বিডি নিউজঃ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এই দিনে আমরা আন্দোলনের শপথ গ্রহণ করেছি। অবিলম্বে গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়া এবং কারারুদ্ধ সব নেতাকর্মীকে মুক্ত করতেই এ আন্দোলনে নামবো। এর মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করবো।’
সোমবার (২৬ মার্চ) দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের কথা আজকে এতদিন পরেও আমাদেরকে স্বাধীনতা দিবস উদযাপন করতে হচ্ছে একটা কারাগারে বসে। দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং গণতন্ত্রের মাতা কারারুদ্ধ রয়েছেন মিথ্যা মামলায়। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নীল নকশার মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে চাই। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশনেত্রীসহ আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা কারারুদ্ধ করে রেখেছে।’
আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার সব অধিকার আজকে হরণ হয়ে গেছে।তিনি বলেন, এই দেশে আমরা পুনরায় গণতন্ত্র প্রবর্তন করবো। একইসঙ্গে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে, তা থেকেও তাদেরকে মুক্ত করবো।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-