‘সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে’

ইউএনএন বিডি নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়া ও তারেক রহমানকে দণ্ড দিয়েছে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
নজরুল বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা সাজানো ও বানানো মামলায় সাজা দেয়া হয়েছে। তিনি বলেন, সরকারপক্ষ কোনোভাবেই প্রমাণ করতে পারেনি যে জিয়া অরফানেজ ট্রাস্টে যে টাকা এসেছে তার সঙ্গে খালেদা জিয়া কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন। এটা কোনোভাবেই আদালতে সরকারপক্ষ প্রমাণ করতে পারেনি।
আদালতের রায়ে খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় সাজা দেয়া হয়নি, তাকে পেনাল কোড অনুযায়ী সাজা দেয়া হয়েছে বলে মন্তব্য করেন এ বিএনপি নেতা।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ২০ দলীয় জোট নেতা অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা মেজর (অব.) আকতারুজ্জামান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মো. ফারুক রহমান, এস এম ইউসুফ আলী, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মন্জুর হোসেন ঈসা, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, হুমায়ন কবীর, অর্থসম্পাদক মো. আল আমিন, ছাত্র মিশন সহসভাপতি মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
More News from বাংলাদেশ
-
করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের সহায়তা নিশ্চিত করুন : সিপিবি
-
-
বগুড়ায় মজুত ফুরিয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ
-
শত শত ব্যক্তি প্রতিদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগী ভর্তি করাতে পারছেন না
-
সরকার বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আরো বেশি ক্ষমতাসম্পন্ন অস্ত্র চালানোর নির্দেশ দিলেন আইজিপি