বিএনপিনেত্রী রাজিয়া আলিমসহ ছয়জন মুক্তি পেলেন

ইউএনএন বিডি নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিমসহ ছয়জন নারীকর্মী জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।বিষয়টি নিশ্চিত করে রাজিয়া আলিমের আইনজীবী অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী বলেন, হাইকোর্টের জামিন আদেশের পর আসামিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।মামলার বিবরণে জানা যায়, গত ৩১ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রাজিয়া আলিমসহ ছয় নেত্রীকে আটক করা হয়। পরে শাহবাগ থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।গত ১৫ মার্চ রাজিয়া আলিমসহ মোট ছয়জনকে হাইকোর্ট জামিন দেন। জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছার পর গতকাল বুধবার সন্ধ্যায় আসামিদের মুক্তি দেওয়া হয়।রাজিয়া আলিম ছাড়া অপর আসামিরা হলেন- বীথি, পারভীন আক্তার, লাভলী, পারভীন ও জেবুন্নেসা।
More News from বাংলাদেশ
-
রাজধানীর থানা গুলোতে বাঙ্কার তৈরী : সার্বক্ষণিক মেশিনগান প্রহরা
-
-
-
করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের সহায়তা নিশ্চিত করুন : সিপিবি
-