গণতন্ত্রহীন দেশে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন: মওদুদ

ইউএনএন বিডি নিউজঃ গণতন্ত্রহীন দেশে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, যে দেশে গণতন্ত্র নেই সে দেশে উন্নয়নশীল দেশের তকমা পুরোপুরি অর্থহীন। এটি জনগণের কাজে আসবে না।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
আজ দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, আজ মানুষের কথা বলার অধিকার নেই। অথচউন্নয়নশীল দেশের তকমা লাগানো হয়েছে। আসলে উন্নয়নশীল দেশের এ তকমা অর্থহীন। কারণ গণতন্ত্র ছাড়া কখনও সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে সরকারি খরচে জনসভা করে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। আর আমাদের কোথাও সভা-সমাবেশ তো দূরের কথা রাস্তায় দাঁড়াতেও দিচ্ছে না। সরকারি খরচে জনসভা করে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণ বিধি পরিপন্থী কাজ করছেন বলে মন্তব্য করেন মওদুদ আহমদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত খরচে দলীয় প্রধান হিসেবে ভোট চাইতেই পারেন। তবে এই সমান-সুযোগ বিরোধী দলগুলোকেও দিতে হবে। কিন্তু সেটি না করে, একজনকে জেলে আটকে রেখে, আরেকজন সরকারি খরচে ভোটের অঙ্গীকার আদায় করছেন। আর এই বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এর আগে বিদেশী কূটনৈতিকদের সাথে বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। বিকাল সাড়ে ৪ টায় এ বৈঠক শুরু হয়ে চলে ৪ টা ৫৫ মিনিট পর্যন্ত।বিএনপির পক্ষে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. মইন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, রিয়াজ রহমান, আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নী, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে সৌদি আরব, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেনের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়া ইউপিয়ন ইউনিয়ন, ইউএস এইডের কান্ট্রি ডিরেক্টরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
More News from বাংলাদেশ
-
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু