বাংলাদেশে আসতে চান খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী

ইউএনএন বিডি নিউজঃ বাংলাদেশে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনি পরামর্শক লর্ড কারলাইল। মঙ্গলবার (২০ মার্চ) রাতে পাঠানো এক ইমেইলে নিজেই এ কথা জানিয়েছেন এই ব্রিটিশ আইনজীবী। তিনি বলেন, ‘আশা করছি, দায়িত্ব পালন করতে আমি বাংলাদেশে আসবো। সেখানে (বাংলাদেশ) এরই মধ্যে দুর্দান্ত একটি দল কাজ করছে। তাদের সঙ্গে আমিও প্রয়োজনীয় পরামর্শ দেবো। আমি মূলত সুষ্ঠু বিচার ব্যবস্থা ও আদালতের স্বাধীনতার দিকে বিশেষভাবে লক্ষ রাখবো।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে লর্ড কারলাইলকে খালেদা জিয়ার আইনি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান।
খালেদা জিয়ার মামলার ব্যাপারে কোনও নথি দেখেছেন কি না— এমন প্রশ্নের জবাবে কারলাইন বলেন, ‘আমি নথিপত্র দেখেছি। আরও কিছু দেখবো। আলামতের স্বল্পতা ও এটি সংগ্রহের প্রক্রিয়া নিয়ে আমি উদ্বিগ্ন।এই মামলার ব্যাপারে তার আগ্রহের কারণ জানতে চাইলে লর্ড কারলাইল বলেন, ‘আমি জালিয়াতি ও দুর্নীতি বিষয়ক মামলার ব্যাপারে আগ্রহী একজন ব্যারিস্টার। এ ছাড়া, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারম্যান হিসেবে সুষ্ঠু বিচার ব্যবস্থা পর্যবেক্ষণের তাগিদও আমার মধ্যে কাজ করে।পরামর্শক হিসেবে তার আর্থিক লেনদেন বিষয়ে জানতে চাইলে এই ব্রিটিশ আইনজীবী বলেন, দায়িত্ব ও কাজের পরিধি অনুযায়ী অর্থ পাবেন তিনি। তবে এর পরিমাণ তিনি গোপন রাখতে চান।এর আগে, মঙ্গলবার দুপুরে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে কারলাইন বলেছিলেন, আন্তর্জাতিক আইন ও ফৌজদারি আইন অনুযায়ী খালেদা জিয়াকে আইনি পরামর্শ দেবেন তিনি।ইমেইলে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিযুক্ত হওয়া এবং আন্তর্জাতিক ও ফৌজদারি আইন অনুযায়ী তাকে সহায়তা দেওয়ার কথা জানিয়ে এই আইনজীবী বলেন, ‘আমি আরও জানিয়ে রাখি, সম্প্রতি আমি কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারম্যান নিযুক্ত হয়েছি। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার বণ্টন নিয়ে এই সংস্থাটির গভীর আগ্রহ রয়েছে। আমি নিজেও এই বিষয়ে অনেক আগ্রহী।প্রসঙ্গত, ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইল সাধারণত গুরুতর অপরাধ, স্থানীয় সরকার এবং লাইসেন্স, পরিকল্পনা ও পেশাগত নিয়মশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আইনের মামলায় বেশি অংশ নিয়ে থাকেন। সংসদীয় অধিকার ও আচরণ সংক্রান্ত বিষয়গুলোতে তার বিশেষ আগ্রহ রয়েছে। এ ছাড়া, বড় ধরনের বাণিজ্যিক প্রতারণা মামলার বেসামরিক ও অপরাধ দিকগুলোতে তিনি বিশেষ পারদর্শী। তিনি এমন অনেক মামলায় নেতৃত্ব দিয়েছেন।
More News from বাংলাদেশ
-
-
-
করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের সহায়তা নিশ্চিত করুন : সিপিবি
-
-
বগুড়ায় মজুত ফুরিয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ
-
শত শত ব্যক্তি প্রতিদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগী ভর্তি করাতে পারছেন না
-
সরকার বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আরো বেশি ক্ষমতাসম্পন্ন অস্ত্র চালানোর নির্দেশ দিলেন আইজিপি
-
-
চলছে পরিকল্পনাহীন, অব্যবস্থাপনা, নিয়ন্ত্রণহীনতায় তামাশার লকডাউন
-
করোনায় মারা গেলেন কারাগারে মারা যাওয়া লেখক ও অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদের বাবা