জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি রবিবার যাচ্ছে হাইকোর্টে

ইউএনএন বিডি নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নিম্ন আদালতের মূল নথি উচ্চ আদালতে পাঠানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন বিশেষ জজ ৫ এর বেঞ্চ সহকারী (পেশকার) মোকাররম হোসেন।
তিনি বলেন, আমরা উচ্চ আদালতের আদেশ পেয়েছি গত ২৫ ফেব্রুয়ারি। আদেশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি উচ্চ আদালতে পাঠাতে। সেই মোতাবেক আগামী রবিবার ( ১১ মার্চ) উচ্চ আদালতে নথি পাঠানো হবে। ওইদিনেই ১৫ দিন শেষ হবে।
তিনি বলেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে নথি পাঠানোর আগে কিছু প্রক্রিয়া থাকে সেগুলো আশা করা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবারেরর মধ্যে শেষ করা হবে। শেষ হলেই আমরা রবিবার উচ্চ আদালতে নথি পাঠিয়ে দেবো।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত ড. আখতারুজ্জামান। রায়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ মামলার অপর ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এ রায় ঘোষণা শেষেই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়। এক মাস ধরে সেখানেই কারাবাসে আছেন তিনি।
More News from বাংলাদেশ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )