বাংলাদেশ রাষ্ট্র বেদখল হয়ে গেছে : ড. কামাল হোসেন

ইউএনএন বিডি নিউজঃ জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, জনগণই এদেশের মালিক। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বেদখল হয়ে গেছে। জনগণ এখন পরিরবর্তন চায়। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনে যা চলছে- তা থেকে তারা মুক্তি চায়। তবে এ মুক্তির জন্য জনগণেরই ঐক্য দরকার। কোনো রাজনৈতক দলের ঐক্যের চেয়ে সর্বস্তরে জনগণের ঐক্য এ থেকে মুক্তি দিতে পারে।
গণতন্ত্রের সংগ্রাম, রাষ্ট্রভাষার আন্দোলন ও আমাদের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন আরো বলেন, দেশে কোটি টাকা দিয়ে নির্বাচিত হওয়ার পথ বন্ধ করতে হবে। কোটি টাকার গণতন্ত্র জনগণ চায় না।
এতে আরো বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক ডা. এ, কিউ, এম, বদরুদ্দোজা চৌধুরী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ.স.ম আব্দুর রব, সিপিবি’র সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাবেক মন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ভাষা সৈনিক কর্নেল ডা. আব্দুল লতিফ মল্লিক ও ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব।সঞ্চালনা করেন গণফোরাম নেতা মোশতাক আহমদ।
More News from বাংলাদেশ
-
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু