খালেদার জন্য নাস্তা নিয়ে কারা ফটকে নেত্রীরা, অনুমতি মেলেনি

ইউএনএন বিডি নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সকালের নাস্তা নিয়ে এসেছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, সৈয়দা আশিয়া আশরাফী পাপিয়া, রেহানা আক্তার রানু ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুর রায় চৌধুরীর নেতৃত্বে পৃথক দুইটি দল নাস্তা নিয়ে আসে। তবে কারা কর্তৃপক্ষ কাউকেই অনুমতি দেয়নি। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কয়েকজন নেতাকর্মী একটি ভ্যানে ডালা সাজিয়ে নাস্তা নিয়ে আসেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। বেলা ১২টায় আসেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, সৈয়দা আশিয়া আশরাফী পাপিয়া, রেহানা আক্তার রানু। তারাও কারা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাননি। পরে দুই দলই কারা এলাকা ত্যাগ করে।উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদ- দেন আদালত।এরপর থেকে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড়ের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-