‘আইন মন্ত্রণালয় প্রভাব বিস্তার করে খালেদার রায়ের কপি দিচ্ছে না’

ইউএনএন বিডি নিউজঃ আইন মন্ত্রণালয় প্রভাব বিস্তার করে খালেদা জিয়ার মামলার রায়ের কপি দিচ্ছে না, এ অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনের। এ বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে ‘খালেদা জিয়াকে বেআইনি ও অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদ ও তার মুক্তির দাবি’ শীর্ষক এক বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তিনি এদাবি জানান।মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে প্রভাব বিস্তার করে খালেদা জিয়ার মামলার রায়ের কপি দেওয়া হচ্ছে না। এ বিষয়ে আমরা প্রধান বিচারপতির কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।তিনি আরও বলেন, ‘গত আট দিনেও আমরা খালেদা জিয়ার মামলার রায়ের কপি পাইনি।’ তাই খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া পর্যন্ত আইনজীবীরা মাঠে থাকবে বলেও তিনি জানান।প্রতিবাদ সভা শেষে আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি তিন দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টসহ দেশের সব জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও প্রতিবাদ সভার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।আইনজীবী তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ নেন আইনজীবী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বদরুদ্দোজা বাদল, উম্মে কুলসুম রেখা, শামীমা সুলতানা দিপ্তী, মতিলাল ব্যাপারী, মির্জা আল মাহমুদসহ প্রমুখ।
More News from বাংলাদেশ
-
-
-
করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের সহায়তা নিশ্চিত করুন : সিপিবি
-
-
বগুড়ায় মজুত ফুরিয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ
-
শত শত ব্যক্তি প্রতিদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগী ভর্তি করাতে পারছেন না
-
সরকার বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আরো বেশি ক্ষমতাসম্পন্ন অস্ত্র চালানোর নির্দেশ দিলেন আইজিপি
-
-
চলছে পরিকল্পনাহীন, অব্যবস্থাপনা, নিয়ন্ত্রণহীনতায় তামাশার লকডাউন
-
করোনায় মারা গেলেন কারাগারে মারা যাওয়া লেখক ও অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদের বাবা